সুরজিত ধর, গাইলাকান্দি : পঞ্চায়েত ভোটার তালিকায় খেলি মেলি নিয়ে হাইলাকান্দি জেলা এআইউডিএফ বিশাল প্রতিবাদী সভা করবে।
সবাইকে এই সভায় যোগদান করতে আহ্বান জানিয়েছেন কাটলীছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর।
হাইলাকান্দি জেলা এআইউডিএফ কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা সভার পর তিনি সাংবাদিকদের জানান, ভোটার তালিকায় জেলায় ব্যাপক খেলি মেলি হয়েছে।
যার কারনে চারিদিক থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। তাই এবার মানুষের পাশে দাড়াতে এআইউডিএফ হাইলাকান্দিতে প্রতিবাদী সভা করবে।
এই প্রতিবাদী সভা হাইলাকান্দি আয়নারখাল বাজারে হবে এবং পরে মিছিল করে জেলা শাসককে স্মারকলিপি দেয়া হবে জানান কাটলীছড়ার বিধায়ক সুজাম।
সভায় যোগদান করতে সবাইকে আহ্বান জানান তিনি। জেলা সভাপতি বলেন, এরপর পুরো জেলা নিয়ে প্রতিবাদী সভা করা হবে।