গুয়াহাটি, ১ নভেম্বর : মুখ্যমন্ত্রীর বিজ্ঞান দর্শন প্রকল্প ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করবে বললেন মন্ত্রী কেশব মহন্ত।
রাজ্যের স্বাস্থ্য তথা বিজ্ঞান ও তথ্যপ্ৰযুক্তি মন্ত্ৰী কেশব মহন্ত মঙ্গলবার গুয়াহাটির আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্ৰে বিজ্ঞান, প্রযুক্তি ও জলবায়ু পরিবৰ্তন বিভাগের উদ্যোগে রূপায়ণ করা মুখ্যমন্ত্ৰীর বিজ্ঞান দর্শন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই কাৰ্যসূচির অধীনে আজ থেকে আগামী ৮ নভেম্বর পর্যন্ত রাজ্যের ছয়টি জেলার ২৪০০ জন বরিষ্ঠ নাগরিক ও স্কুলপড়ুয়া ছাত্ৰ-ছাত্রীকে মহাকাশের বিভিন্ন বিষয়, ত্রিমাত্ৰিক প্ৰদৰ্শনী, ভারতীয় বিজ্ঞানের বিকাশ, বিজ্ঞানের সঙ্গে জড়িত ক্রীড়া, বিজ্ঞান গবেষণা ইত্যাদি বিভিন্ন বিষয়ে অবগত করা হবে।
এই প্রকল্প ছাত্ৰ-ছাত্ৰীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে মন্ত্ৰী মহন্ত আশা প্ৰকাশ করেন। অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি বিদ্যা বিভাগের যুগ্ম সচিব তথা বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা পরিবেশ পরিষদের সঞ্চালক, এসটেকের বরিষ্ঠ বিজ্ঞানী, আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্ৰের প্ৰকল্প সমন্বয়রক্ষী সহ বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।