ধলাই, ১ নভেম্বর : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানে অর্থ সংগ্রহ ও অর্থ না দেওয়ায় তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর।
নরসিংপুর উন্নয়ন খণ্ডের চান্নিঘাট গাঁও পঞ্চায়েতের ১ নং গ্রুপ সদস্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান ভুক্তভোগী জনগণ।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে ঘর প্রতি দশ হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত টাকা আদায়ের অভিযোগ জানান জনগন।
যাহারা অর্থ দেন নি তাদের ঘরে করা হয় নি সার্ভে। গ্রুপ সদস্য শিল্পী বেগমের প্রতিনিধি কে বা কাহার মদতে এই কাজ চালাচ্ছেন তা সম্পূর্ণ অন্ধকার।
অভিযোগকারীরা জানান, বিগত দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটি জিওটেক সার্ভে করা হয়েছিল, কিন্তু গ্রুপ সদস্যা গ্রুপের বেশ কিছু ঘর সার্ভে করেননি।
তাদের অভিযোগ রাজনৈতিক জেরে সার্ভে করা হয়নি তাদের ঘরগুলি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর উপযুক্ত হিতাধিকারীদের তালিকাভুক্ত না করে প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

স্থানীয় সমাজসেবী খলিল উদ্দিন লস্কর, মিজানুর রহমান মজুমদার, মুসলেখ উদ্দিন চৌধুরী, মুস্তাফিজুর রহমান লস্কর, সেলিম উদ্দিন বড়ভূঁইয়া, জামাল উদ্দিন, তাহির হুসেনের উপস্থিতিতে হিতাধিকারী আলফাতুন নেসা, আমিনা বেগম লস্কর, ছায়ারুন নেসা লস্কর, আজিজা বেগম, মেহেরুন নেসা ও আমিরুন নেসা এই অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে জিপি সভানেত্রীকে অবগত করলেও কোনো ফল হয়নি। এবার তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা ও সমষ্টির বিধায়ক তথা রাজ্যের স্বনামধন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন।