ভাগা শেরখান সড়কে পুকুরসম গর্ত, সংস্কারের দাবি

Spread the love

ধলাই, ২ নভেম্বর : সংস্কারের অভাবে ভাগা শেরখান সড়কের সিংহভাগ অংশ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বর্তমানে। ধলাই বিধানসভা সমষ্টির আসাম-মিজোরাম সীমান্তবর্তী ভাগা শেরখান সড়কে পুকুরসম গর্ত।

সড়কের বেশ কিছু জায়গা ভেঙে পড়ায় যাতায়াতে অনেক কষ্টের শিকার হচ্ছেন পথচারীরা। সড়কটি যদিও জাতীয় সড়ক নয়, কিন্তু সংযুক্ত হয়েছে মিজোরাম রাজ্যের সাথে।

রাজনগর, জামালপুর ও শেওরারতল এই তিনটি গাঁও পঞ্চায়েত এলাকার মানুষ চলাচলের একমাত্র মাধ্যম এই সড়কটি।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে রাস্তা পার করতে হয় গাড়ি। দীর্ঘদিন থেকে সড়কের এই জরাজীর্ণ অবস্থায় যাতায়াত করছেন মানুষ।

যার কারণে এই সড়কে পরপর দুর্ঘটনার শিকার হচ্ছেন গাড়ি চালক সহ যাত্রীরা। মাত্র কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন চারজন।

প্রতিনিয়ত লেগেই থাকে সড়ক দুর্ঘটনা। সড়কের এমন মরণফাদ দেখলেই গা শিরশির করে উঠে। প্রায় ছয় থেকে সাত ফুট গর্ত রয়েছে এই সড়কের মধ্যে।

 এমতাবস্থায় কোন গাড়ি এই গর্তের মধ্যে পড়েলেই মৃত্যু বাঞ্চনীয়। সড়কটি দিয়ে অবিরত চলাচল করে যাত্রীবাহী গাড়িসহ মালবাহী গাড়ি।

বর্তমানে বর্ষার মরশুম পেরিয়ে শুকনার মরশুম এসেছে, এই সময় যদি রাস্তাটির সংস্কার কাজ করা হয় তাহলে উপকৃত হবেন এলাকার মানুষ। বিষয়টি নিয়ে স্থানীয় জনগন আসাম সরকারের স্বনামধন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token