গত শুক্রবার পথচারী বাঙালি সহ অ-উপজাতি অন্যান্য সম্প্রদায়ের মানুষের উপর শিলং-এ কিছু সংখ্যক উপজাতী দুর্বৃত্তরা যে ভাবে সহিংসতা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিয়েছে বিডিএফ।
মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে দেওয়া স্মারকপত্রে এদিনের ঘটনার সময় মেঘালয় পুলিশের ভূমিকারও ধিক্কার জানিয়ে দুশিদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর সাস্থি দেওয়ার দাবী জানিয়েছে সংগঠনটি।
এই ঘটনায় জড়িতদের মধ্যে এখনও পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবী করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের সব ক’জনকে গ্রেফতার করা হউক।
সংগঠনের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, রাজ্য সরকার যদি নির্দোষদের বিচার করতে ব্যর্থ হয় তবে বোঝা যাবে আসন্ন নির্বাচনের আগে এসব ঘটনাকে পরোক্ষ সমর্থন করে খাসি সম্প্রদায়ের অনুভূতি আদায়ে জন্যই করানো হচ্ছে।
যদি এটা হয়, তবে সত্যিই দুঃখজনক যে রাজনৈতিক নেতারা সংকীর্ণ লাভের জন্য নিরীহ অ-উপজাতিদের বলির পাঁঠা বানাচ্ছে।
বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট মেঘালয় সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘটনার সাথে জড়িত সমস্ত দুষ্কৃতীকে গ্রেফতার না করা হলে উত্তরবঙ্গে মেঘালয়ের খাদ্য সামগ্রী বহনকারী সমস্ত ট্রাক আটকানোর ব্যবস্থা করবে।
এছাড়া মেঘালয়ে আইনের শাসন নেই তাই পর্যটকদের আগামী এক বছর এই রাজ্যে না যাওয়ার জন্য অনুরোধ করবে। বিডিএফ দেখতে চায় বাইরের সাহায্য ছাড়া রাজ্য কীভাবে চলে! স্মারকপত্রে স্বাকশর করেছেন বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। আসামের মুখ্যমন্ত্রিকেও স্মারকপত্রের প্রতিলিপি দিয়েছে সংগঠনটি।