শিলচর,২ নভেম্বর: শিলচর কাছাড় কলেজের বহু বিতর্কিত অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর নাথ চাকরি থেকে বরখাস্ত হলেন। এক নির্দেশে রাজ্যের ডিরেক্টর অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডি কে মিলি এই বরখাস্তের আদেশ দেন।
দীর্ঘদিন ধরে কাছাড় কলেজে এই অধ্যক্ষের কর্মকাণ্ড নিয়ে ছাত্র শিক্ষক এবং অশিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল।
বিশেষ করে শিক্ষকদের উপর তিনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা লাগু করেছিলেন বলে অনেক শিক্ষকের অভিযোগ ছিল। এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলার সাহস পাচ্ছিলেন না কলেজের শিক্ষক কর্মচারীরা।
কিন্তু দিন কয়েক আগে চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার সময় কর্তব্যের গাফিলতি নিয়ে স্বয়ং জেলাশাসক পদক্ষেপ নেন। এছাড়া কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ জানানো হয়।
এই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার ডিরেক্টর অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিভাগকে তদন্তের নির্দেশ দেন। সাম্প্রতিককালে ডিরেক্টর অফ হায়ার এডুকেশন বিভাগের পক্ষ থেকে এই অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য এক প্রতিনিধি দল বরাক উপত্যকায় আসেন। আজ এক নির্দেশে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এবং কোনো ধরনের অনুমতি না নিয়ে বাইরে যেতে নিষেধ করা হয়েছে।