শিলচর,২ নভেম্বর : প্রতি বছরের মতো এবারও শিলচর ইটখলা পূর্ত বিভাগের ক্যাম্পাসে বুধবার জগদ্ধাত্রীর পূজা উদযাপন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় মায়ের আমন্ত্রণ ও অধিবাস ছিল। সকাল ৬টায় সপ্তমী, ১১টায় মধ্যাহ্ন অর্থাৎ অষ্টমী ও দুপুর ২ টোয় অপরাহ্ন অর্থাৎ নবমী পুজো অনুষ্ঠিত হয়েছে। এরপর হোম ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়া আগামীকাল মায়ের দর্পণ বিসর্জন। শিলচর পূর্ত সড়ক ডিভিশনের এসডিও এবং ঠিকাদার সংস্থার কর্মকর্তারা জানান, এখানে ১৪৩ বছর ধরে জগদ্ধাত্রীর পূজা উদযাপন হয়ে আসছে।
গত দুবছর করোনা আবহে সীমিত আকারে পূজা উদযাপন করা হয়। এবার কোনো বাধানিষেধ নাথাকায় সাড়ম্বরে পূজা উদযাপন করা হয়েছে।
পুজোতে প্রায় দুই হাজার ভক্ত মহা প্রসাদ গ্রহণ করেন। এদিকে প্রথা মেনে প্রতিবারের মতো এবারও ইটখলার নীলকান্ত সিংহের বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জগদ্ধাত্রীর পূজা উদযাপন করা হয়।
এদিন পূজা উপলক্ষে পাঁচ শতাধিক ভক্তের সমাগম হয়েছে। সুব্রত সিংহ জানান, বিশুদ্ধ পঞ্জিকা মেনে, নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয়েছে৷ হোম ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তিগত ভাবে পূজা আয়োজন করা হয়েছে যদিও এলাকার পাঁচ শতাধিক মানুষের সমাগম হয়েছে। পুজোর পর ভক্তদের মধ্যে অন্নভোগ বিতরণ করা হয়। পুজোয় সকলের মঙ্গল ও বিশ্বশান্তি কামনা করেন তিনি।