অনিমেষ চক্রবর্তী, বড়খলা : কেন্দ্র ও রাজ্য সরকার ঢাক-ডোল পিঠিয়ে ঘর ঘর নল ঘর ঘর জল দেওয়ার কথা বললেও বাস্তবে নল আছে জল নেই বড়খলা ২য় খন্ড ধুমকর গ্রামে।
প্রায় ৬ মাস থেকে বিশুদ্ধ পানীয়জল থেকে বঞ্চিত ওই এলাকার মানুষ। বিভাগীয় আধিকারিকদের সাথে বার বার যোগাযোগ করে বিশুদ্ধ পানীয় জলের দাবী জানানোর পরও কোন গুরত্ব দেওয়া হচ্ছে না।
তাই এলাকার পুরুষ-মহিলারা কলসি হাতে নলের সামনে এসে বিশুদ্ধ পানিয় জলের দাবিতে বিক্ষোভ দেখান।
তারা গণআওয়াজকে জানান, দীর্ঘ ৬ মাস থেকে এলাকার মানুষ বিশুদ্ধ পানীয়জল থেকে বঞ্চিত।
এর আগে চেছরী জিপির ধুমকর জল সরবরাহ প্রকল্প থেকে তারা জল পেয়েছিলেন।
কিন্তু এই প্রকল্প থেকে বড়খলা প্রথম খন্ড জল সরবরাহ প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়া হয়, এর পর থেকে তারা বিশুদ্ধ পানীয়জল থেকে বঞ্চিত।
তাদের ঘরের সামনে জলের নল থাকলেও জল পাচ্ছেন না।
নলের সামনে গর্ত করে রাখা হয় নিচু হলে হয়তো জল আসবে, কিন্তু তাতেও কোন লাভ হয়নি।
তাই বাধ্য হয়ে এদিন তারা বিক্ষোভ প্রদরশ্ন করেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন হুসনা বেগম বড়ভুইয়া, সজনা বেগম বড়ভুইয়া, জমির হোসেন বড়ভুইয়া, রিয়াজুল হক বড়ভুইয়া, হারিছ উদ্দিন মাঝারভুইয়া, কমরুন নেছা বড়ভুইয়া, নুস নিহার বেগম বড়ভুইয়া, জিনারা বেগম মাঝারভুইয়া, মামনি বেগম বড়ভুইয়া, চাঁন্দু মিয়া মাঝারভুইয়া, জাহানারা বেগম মাঝারভুইয়া, আনওয়ারা বেগম বড়ভুইয়া প্রমুখ।