সুপ্রিয় পাল,দুল্লভছড়া,৩ নভেম্বর : আনিপুরে বুধবারে বিজয়া দশমী ও দীপাবলি উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
এদিন আয়োজকরা বিশিষ্টজনদেরকে সংবর্ধনা সহ পুরস্কার বিতরনও করেন। এই অনষ্টানে বিশেষ অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিশিষ্ট শিল্পী বিধান লস্কর ও মঞ্জুশ্রী দাস।
বুধবার সন্ধ্যা ৫ ঘটিকা থেকে শুরু হয় এই অনুষ্টান। প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা করেন স্থানীয় বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা।
দীর্ঘদিন পর আনিপুরে এমন একটি সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজনে স্থানীয় সংস্কৃতি প্রেমীদের মনে আনন্দ পরিলক্ষিত হয়।
সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত ছিল দর্শক শ্রোতাদের ভীড়।
আনিপুর ও রামকৃষ্ণ নগরের কচিকাচা সহ বিশিষ্ট শিল্পীদের পরবেশনায় নৃত্য ও সংগীত ছিল প্রশংসনীয়।
বিশিষ্ট লোকগীতি শিল্পী তাপস পাল লোকগানের দল “গানে গানে মাইনসর কথা” নিয়ে অনুষ্ঠানে কয়েকটি মনমাতানো লোকগান পরিবেশন করে দর্শক শ্রোতাদের প্রশংসা কুড়াতে সক্ষম হন। এবারের দূর্গা পূজায় শান্তি শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রেখে পূজা পরিচালনার জন্য কাজিরবাজার পূজা কমিটি, সুগারমিল সার্বজনীন পূজা কমিটি এবং স্বগৃহে সুন্দর ও সুষ্ঠু ভাবে পূজা পরিচালনার জন্য করুনা নাথকে পুরস্কার প্রদান করা হয়।