কাটিগড়া-কালাইনে দু’টি মডেল কলেজ, কাটিগড়ায় মহিলা কলেজ স্থাপনে অবিচল কাটিগড়ার বিধায়ক খলিল

Spread the love

দীপন কুমার দাস, ৩ নভেম্বর : নিজ সমষ্টিকে উচ্চশিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে কাটিগড়াবাসিকে সহযোগিতার আহ্বান জানালেন কাটিগড়ার বিধায়ক।

বৃহস্পতিবার কাটিগড়া এলাকার ময়নুলহক চৌধুরী মেমোরিয়াল গার্লস হাইস্কুলে ছাত্রীদের পোশাক বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার।

তিনি বলেন, একটি সুষ্ঠ সুন্দর প্রগতিশীল সমাজ গড়ার লক্ষ্যে মহিলাদের শিক্ষার প্রয়োজন, একজন মহিলা শিক্ষিত হওয়ার অর্থ একটি পরিবার শিক্ষিত হওয়া।

তাই পরবর্তী প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হলে আজকের মহিলাদের শিক্ষার উপর গুরুত্ব প্রদান করার  পরামর্শ দেন বিধায়ক।

ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল গার্লস হাইস্কুলের এসএম ডিসি’র  সভাপতি  রফিক আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার কাটিগড়ায় একটি মহিলা কলেজ স্থাপন একান্ত আবশ্যক বলে মত ব্যক্ত করেন।

বিশ্বজিত বলেন, কাটিগড়ার বিধায়ক শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব প্রদান করে থাকেন। তাই তিনি কাটিগড়ার ছেলেমেয়েদের কে শিক্ষিত করার লক্ষে তাঁর সমষ্টির শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিকাটামোগত উন্নয়নের কাজের অত্যন্ত গুরুত্ব প্রদান করেন বিধায়ক।

কাটিগড়ার বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল বাছিত বড়ভুইয়া তার বক্তব্যে এ স্কুলের পরিকাটামোগত উন্নয়নের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে বলেন।

পূর্ত  সড়ক থেকে স্কুল পর্যন্ত রাস্তার সংস্কারের সাথে সাথে গার্লস হাইস্কুলের দেয়াল নির্মান, ছাত্রীদের বসার জন্য পর্যাপ্ত পরিমাণে কক্ষ নির্মানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে এ বিষয়ে বিধায়কের সুদৃষ্টি কামনা করেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা হাই স্কুলের প্রধান শিক্ষক এহসানুল হক, ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সুয়াইবুর রহমান, কাটিগড়া গাঁও পঞ্চায়েত সভাপতি মনসুর আহমদ, রাজারটিলা গাঁও পঞ্চায়েতের সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ মিজাজুর রহমান, জুবাইরুল ইসলাম মজুমদার প্রমুখ।

সভায় আসাম সরকার প্রদত্ত পোশাক ছাত্রীদের হাতে তুলেদেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্য অতিথিগন।

সভাশেষে এদিন স্কুলের মূখ্যদ্বারের ভিত্তি প্রস্থর স্থাপন ও করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। সে সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজ সেবী, ব্যবসায়ী হবিবুর রহমান, স্কুল পরিচালন কমিটির সহসভাপতি আজির উদ্দিন বড়ভূইয়া, কাটিগড়া জিপির এপি সদস্যার স্বামী লুৎফুর রহমান বড়ভূইয়া মখদ্দস আলী, এমাদ উদ্দিন বড়ভূইয়া, মাসুক আহমদ, তৈয়বুর রহমান চৌধুরী প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token