ধলাই, ৪ নভেম্বর : প্রতি বৎসরের ন্যায় এবারও হেমন্ত ঋতুর শুক্লপক্ষের বিশেষ তিথিতে অনুষ্ঠিত জগদ্ধাত্রী মায়ের পূজার্চনা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।
দক্ষিণ ধলাইয়ের শেওরারতল গাঁও পঞ্চায়েতের আরাধনপুর গ্রামে ধর্মীয় রীতি নিয়ম অনুযায়ী জগদ্ধাত্রী পূজা আরম্ভ হয় বুধবার।
মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন কমিটির কর্মকর্তা সহ গ্রামবাসী। সন্ধ্যায় করা হয় দেবীর আলতি আরতি। তাছাড়া কচিকাঁচা ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাট্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয় নৃত্য শিল্পীর অংশগ্রহণ করেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে। তারপর করা হয় শাস্ত্রীয় পাঠকীর্তন।
আরাধনপুর সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বহু পৌরাণিক ঐতিহ্য। বহু বৎসর ধরে চলে আসছে এই পুজো। পূজা কমিটির কর্মকর্তারা জানান প্রতি বৎসর উনারা আয়োজন করেন জগদ্ধাত্রী পূজা।
পার্শ্ববর্তী এলাকা থেকে আসেন বিভিন্ন সম্প্রদায়ের লোক। তবে এবার এক চমকপ্রদ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় পুজোয়।
সকলের সহযোগিতা পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়েছে। বৃহস্পতিবার কমিটির সদস্যদের বিশেষ তৎপরতায় জগদ্ধাত্রী দেবীর প্রতিমা বিসর্জন রুকনি নদীতে সম্পূর্ণ হয়। এবারের পূজার্চনার দায়িত্বে ছিলেন পুরোহিত তুষার চক্রবর্তী। তাছাড়া পূজা কমিটির দায়িত্বে ছিলেন সভাপতি নিহার রঞ্জন দাস, সম্পাদক রূপক গোস্বামী, অমিত দাশ, মনি দাশ, সুকান্ত মজুমদার প্রমুখ।