মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : বড়গোলাই ঈশ্বর প্ৰেম বেপ্টিষ্ট গিৰ্জায় কোন ধৰ্মান্তরিত করা হয়নি বা বলপুৰ্বক ধৰ্ম পরিবর্তন হয়নি বলে জানান যাজক ইন্দ্র গুরুং।
তিনি বলেন, যেখানে প্ৰেম, শান্তি এবং বিশ্বাস আছে সেখানেই ঈশ্বর বাস করেন।
বেশ কিছুদিন থেকে এই গির্জার এবং যাজকের বিরুদ্ধে ধৰ্মান্তরীত করার অভিযোগ উত্থাপন করে আসছেন জনগণ।
অনেক হিন্দু আছে যারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছে।

এব্যাপারে আজ সংবাদিকদের এক প্ৰশ্নের উত্তরে এই ধর্মীয় প্ৰতিষ্ঠানের যাজক জানান, আজ পর্যন্ত কোনো হিন্দু ধৰ্মাবলম্বীকে বলপূর্বক বা প্ৰলোভন দিয়ে ধৰ্মান্ত করা হয়নি।
বিভিন্ন ধৰ্মের লোকেরা নিজের ইচ্ছায় একটি ধৰ্মীয় অনুষ্ঠানে প্ৰভুর আরাধণা বা প্ৰাৰ্থনা করতে আসলে তাকে কিভাবে বাধা দেব? এই প্রশ্ন তুলেন।
যাজক ইন্দ্ৰ গুরুং বলেন এই জগতের প্রভু একজনই, কিন্তু আমাদের স্তুতি করার প্ৰণালী পৃথক।