হোজাই পদযাত্রায় করে নির্বাচনী রণশিঙা বাজালেন কাজিরাঙার বিজেপি প্রার্থী : তাসা

Spread the love

সুজিত ভদ্র, হোজাই : কাজিরাঙা লোকসভায় বিজেপি প্রার্থী হিসাবে কামাখ্যা প্ৰসাদ তাসার নাম ঘোষণার পর আজ তিনি প্রথমবারের মত হোজাইতে আসলেন।

এদিন হোজাই শহরে এক পদযাত্রায়ও অংশ নেন কাজিরাঙা লোকসভার বিজেপি প্রার্থী কামাখ্যা প্ৰসাদ তাসা।

সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপির হোজাই সমষ্টির বিধায়ক রামকৃষ্ণ ঘোষ।

এই পদযাত্রা থেকে চব্বিশের লোকসভা নির্বাচনের রণশিঙা বাজান বিজেপি প্রার্থী তাসা।

তিনি বিরোধী শিবিরকে চেলেঞ্জ ছুড়ে বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হওয়া শুধু সমেয়র অপেক্ষা।

কলিয়াবর বর্তমানের কাজিরাঙ্গা দীৰ্ঘদিন কংগ্ৰেসের কবলে ছিল, কিন্তু কোন উন্নয়ন হয়নি।

তিনি বলেন, জনতা আমাদের সঙ্গে রয়েছেন, কাজিরাঙ্গায় বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মত বিরোধি দলের কোন শক্ত প্রার্থী নেই বলেও দাবী করেন তাসা।

তাসা আরও বলেন, যখন মানুষের অভাব থাকবে না, তখন মানুষ এমনিতেই বিজেপিকে ভোট দেবেন।

এআইইউডিএফ প্ৰাৰ্থী দিলেও লাভ হবে না, কারন ইন্ডিয়া জোট ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে।

কাজিরাঙ্গার একজন বিধায়ক ছাড়া সবাই বিজেপির। পদযাত্রার পর হোজাই যুগল কিশোর ক্যারিয়ার ভবনে দলীয় কাৰ্য্যসূচীতে অংশ নিয়ে এভাবে বিরোধী শিবিরকে একের পর এক আক্রমণ করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token