জুলি দাস
করিমগঞ্জ, ৭ নভেম্বর : করিমগঞ্জ শহর এখন দুষ্কৃতীদের মায়া নগরীতে পরিণত হয়েছে। পুলিশ জোরদার অভিযানে নামলেও দুষ্কৃতীদের লাগাম টানতে পুরোপুরি ব্যর্থ।
তবে রাতের আঁধার নয়, সুযোগ বুঝে দিনের আলোতেও হাত সাফাইয়ে নেমেছে চোরের দল।
সোমবার দিন দুপুরে করিমগঞ্জে এক আইনজীবীর দম্পতির ঘরে চুরির ঘটনায় সমস্ত শহর জুড়ে চঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে শহরের ব্রজেন্দ্র রোডে আইনজীবী মৃত্যুঞ্জয় নাথ এবং তার স্ত্রী আইনজীবী বিনা মজুমদারের ঘরে।
আইনজীবী দম্পতি এদিন কোর্টে থাকার সুযোগে চুরের দল নির্বিবাদে সর্বস্ব হাতিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়।
বিনা মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, তিনি এবং তার স্বামী দুজনই প্রতিদিনের মতো সকাল প্রায় এগারোটা নাগাদ কোর্টে চলে যান। সমস্ত দিন আদালতে কাজকর্ম শেষ করে বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ বাড়ি ফিরে দেখেন ঘরের মূল দরজা ভাঙা।
এরপর ঘরের ভিতরে প্রবেশ করে আলমীরা গোদরেজ সবকিছু খোলা এবং কাপড় চাপর গুলো এলোমেলো দেখে তার বুঝার বাকি থাকে না।
আলমীরাতে চিকিৎসার জন্য রাখা নগদ প্রায় দু লক্ষ টাকা সহ প্রায় চার ভরি স্বর্ণলংকার চোরের দল হাতিয়ে নিয়ে যাওয়ায় তিনি রীতিমতো ভেঙে পড়েন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। শহরের বুকে দিন দুপুরের একজন আইনজীবীর বাড়িতে এই চুরির ঘটনায় সর্বত্র জোর চর্চা চলছে।