সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : সিম্বল ছাড়াই হবে পঞ্চায়েত নির্বাচন, তবে আঞ্চলিক আর জেলা পরিষদ পর্যায়ে থাকবে দলীয় প্রতীক পদ্মফুল।
শুক্রবার করিমগঞ্জ সফরের সময় এক সভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে করিমগঞ্জে শক্ত জেলাপরিষদ গঠন করতে দলীয় কর্মীদের ঝাপিয়ে পড়ার পরামর্শও দেন তিনি।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করায় করিমগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি রাজ্যসভার প্রার্থী মিশন রঞ্জন দাসের উল্লেখ করে বলেন, একজনকে ভোট দিয়ে করিমগঞ্জ দু’জন সাংসদ পেয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, তাঁর সরকার বিধানসভা ভিত্তিক নতুন আরও দশ হাজার করে অরুণোদয় কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে।
নিযুত ময়না সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি করিমগঞ্জ জেলার উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া উপস্থিত থাকলেও তিনি বক্তব্য রাখেন নি।