কলকাতায় করোনার পর এবার ডেঙ্গুর তাণ্ডব! ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু : আতঙ্ক

Spread the love

কলকাতা, ৭ নভেম্বর : করোনা আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি, এরমধ্যে নতুন আরও এক আতংক ডেঙ্গু  তাড়া করছে কলকাতা সহ গোটা রাজ্যকে।

 সেটাকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিশেষজ্ঞরা। শুধু সংক্রমণ নয়, মৃত্যুর ঘটনাও সামনে আসছে। নিহতদের অধিকাংশই ৩০ থেকে ৪০ এর মধ্যে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

রাজ্য জুড়ে সতর্কতা জারী করা সহ প্রশাসনিক স্তরে ঘন্টা বৈঠক করেও কোনও লাভ হচ্ছে না।

সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বুবাই হাজরা নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তির। গত ১ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে এনআরএস-এ ভর্তি করা হয়েছিল।

কিন্তু সোমবার ডেঙ্গু হেমোরেজিক জ্বরে মারা যান। দেড় বছর আগে বিয়ে হয় তাঁর, পাঁচ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে।

এই ২৪ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদের বাসিন্দা আবু শহীদ মহলাদার নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৪৮ বছর।

গত ২ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত মারা যান।

এছাড়া রাজারহাট-গোপালপুরের বাসিন্দা সোমনাথ দে নামের ৩৬ বছর বয়সী এক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাকে ৫ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এদিকে রিঙ্কি দাস নামের ৩১ বছর বয়সী হাওড়ার বাসিন্দা ছয় মাসের অন্তঃসত্ত্বা রিঙ্কি দাস নামের এক মহিলার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

এক কথায় ডেঙ্গু কার্যত একটি মৃত্যুর মিছিল নিয়ে এসেছে। সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপারেরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

চিকিৎসকদের কেউ কেউ মনে করছেন করোনার প্রভাবে মানবদেহ দুর্বল হওয়ার কারনে ডেঙ্গু সহজে গ্রাস করছে। এই বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে জানানো হয়েছে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token