মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : আজ শিশু দিবস, এই দিনেই মার্গেরিটার অসামরিক চিকিৎসালয়ে শিশু বিশেষজ্ঞ নিয়োগের দাবীতে অনশনে বসল যুব ছাত্ৰ পরিষদ।
রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে যখন উন্নতির দাবি করছে, সেই সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের অভাবে জনগনকে ভুগতে হচ্ছে।
পরিষদের মার্গেরিটা আঞ্চলিক কমিটি সমজিলার আয়ুক্ত এবং স্থানীয় বিধায়ক ভাস্কর শৰ্মাকে হাসপাতালে বার বার শিশু চিকিৎসক নিয়োগের দাবী জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তাই ভোর থেকে অসম জাতীয়তাবাদী যুব-ছাত্ৰ পরিষদের আঞ্চলিক কমিটি মার্গেরিটার হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবীতে ৩১ঘন্টার অনশন শুরু করেছে।
মার্গেরিটা সমজিলার সদরে অবস্থিত এই হাসপাতালে বেশ কয়েক মাস থেকে শিশু চিকিৎসক না থাকায় চরম অসুবিধার দেখা দিয়েছে বলে অভিযোগ করেন অনশনকারীরা।
উত্তর মার্গেরিটার রংগমঞ্চের অনশন স্থল থেকে অবিলম্বে শিশু চিকিৎসক নিয়োগের দাবী জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দরা। তারা হুমকি দিয়ে বলেন, এব্যাপারে তৎকালীনভাবে ব্যবস্থা না নেওয়া হলে পরিষদ মার্গেরিটার জনগনের সহযোগে রাজপথে প্ৰতিবাদী আন্দোলনে নামতে বাধ্য হবে।