শালচাপড়া, ১৩ নভেম্বর : আর্যভট্ট সায়েন্স সেন্টার এবং নন্দী ইয়ং ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার ছেলেধরার গুজব নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় শ্রীকোনা গ্রাম-পঞ্চায়েত কার্যালয়ে।
এই সভায় গত কিছুদিন ধরে ছেলেধরার নামে গুজব ছড়িয়ে অসহায় ফেরিওয়ালা, ভিক্ষুকদেরকেও অনেক সময় সন্দেহ করে মারধর কিংবা হেনস্তা করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সন্দেহ যুক্ত কোন ব্যক্তি হলে তাদেরকে অত্যাচার, মারধর কিংবা হেনস্তা না করে আইনত ব্যবস্থার জন্য পুলিশের হাতে তুলে দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
এদিন এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন আর্যভট্ট সায়ন্স সেন্টারের ব্লক কো-অর্ডিনেটর মেঘনাথ সিনহা, নন্দী ইয়ং ক্লাবের সভাপতি প্রশান্ত সিনহা, শ্রীকোনা জিপি সভানেত্রীর প্রতিনিধি শাইখুল ইসলাম, সহ-সভাপতি প্রতিনিধি ইসলাম উদ্দিন। শালচাপড়া জিপির বিশিষ্ট সমাজসেবী আদিত্যগিরি বড় পাত্র সিনহা, শংকর শীল, শ্যামসুন্দর পাল, মলয় মুখার্জি, মানিক রায়, ইন্দ্ৰ সিনহা, দিলীপ সিনহা প্রমুখ সহ-সতাধিক জনগণ।