পূর্ব মেদিনীপুর,১৩ নভেম্বর : ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, এবার ভগবানপুরে বিজেপির মিছিলে বোমা, গুলির অভিযোগ উঠেছে।
তৃণমূলের লোকজন বিজেপির মিছিলে গুলি চালানোর পাশাপাশি বোমা ছোড়ার অভিযোগ করেছে বিজেপি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয় এলাকায়। খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশবাহিনী গিয়ে পৌঁছয় ঘটনাস্থলে, তবে সন্ধ্যা পর্যন্ত এব্যাপারে থানায় লিখিত কোন অভিযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।
নন্দীগ্রামের গোকুলনগরের করপল্লিতে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদে বিজেপি এদিন ভগবানপুর-২ ব্লকে একটি প্রতিবাদ মিছিল বের করে।
অভিযোগ, এই মিছিলে বোমাবাজি ও গুলি চালানো হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকালে উত্তপ্ত হয়ে ওঠে ভগবানপুর-২ ব্লকের বরোজ গ্রামপঞ্চায়েতের বিজয়নগর।
বিজেপির পক্ষ থেকে শাসকদলের দিকে অভিযোগের আঙুল তোলে বলা হয়, মিছিলটি চলছিল শান্তিপূর্ণ। কিন্তু হঠাৎ বন্দুক, বোমা নিয়ে হামলা চালানো হয়।
এ প্রসঙ্গে ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, তৃণমূলের গুন্ডারা বোমা বন্দুক নিয়ে খেলে, আজ পুলিশের সামনে এসব করেছে।
অন্যদিকে ভগবানপুর -২ ব্লকের বরোজ অঞ্চল তৃণমূল সভাপতি মিহির ভৌমিকের বলেন, আমরা বোমাবাজি করিনি। ওরাই বোমা ফাটাতে ফাটাতে এগোচ্ছিল পুলিশের সামনে দিয়ে, তার দাবী আজ বরোজে তৃণমূলের বুথ সম্মেলন ছিল। বিজেপির লোকজন বিভিন্ন মামলায় অভিযুক্তদের নিয়ে এদিন বেরোয় এবং এলাকায় ওরাই বোমাবাজির সংস্কৃতি তৈরি করছে। তারা দক্ষিণ বিজয়নগরে আতঙ্ক সৃষ্টি করতে এসব করছে দাবী করেন তৃণমূল নেতা।