গুয়াহাটি, ১৪ নভেম্বর : তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবিতে মঙ্গলবার ১৫ নভেম্বর ১২ ঘণ্টার আসাম বন্ধের ডাক দিয়েছে ৬ জনগোষ্ঠি যৌথ মঞ্চ।
ছয় জনগোষ্ঠীর এই যৌথ মঞ্চের রয়েছে আদিবাসী, চুতিয়া, কোচ-রাজবংশী, মটক, মোরান এবং তাই-আহোম।
তাদের অভিযোগ, কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার ছয়টি জনগোষ্ঠীর অনুভূতি নিয়ে খেলা করছে তাই তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে মঞ্চ বনধের ডাক দিয়েছে।
আগামী ৩০ নভেম্বর দিল্লিতে ধর্না আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মঞ্চের নেতৃবৃন্দরা।
এদিকে আদিবাসী নায়ক বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীর বিষয়টি বিবেচনা করে আসাম বনধ প্রত্যাহার করার জন্য ছয় জনগোষ্ঠি যৌথ মঞ্চের প্রতি আহ্বান জানিয়েছে আসাম আদিবাসী সন্মিলন (এএএস)।
আস-এর সাধারণ সম্পাদক ডেভিড হোরো বলেছেন যে বিরসা মুন্ডা ১৮ শতকে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং বীরের জন্মবার্ষিকীকে ‘গৌরব দিবস’-এর মর্যাদা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই উপলক্ষটি আসামেও পালন করা হয়। হোরো বলেন, এএএস ছয় জনগোষ্ঠীর যৌথ মঞ্চের উত্থাপিত দাবিকে সম্পূর্ণ সমর্থন করে। তবে গৌরব দিবসকে সামনে রেখে ১৫ নভেম্বর আসাম বন্ধের ডাক প্রত্যাহার করা উচিত বলে তিনি জানান।