আহমেদাবাদ, ১৫ নভেম্বর : রাজনীতিতে কে কখন আপন ও পর হয় তা কারো পক্ষে বলা মুশকিল। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং আম আদমি পার্টি বিজেপিকে আটকাতে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফলও পেয়েছে।
কিন্তু গুজরাটের ক্ষেত্রে এখন দুটি দল পৃথক মেরুতে, এক হতে পারছে না। এখানে কংগ্রেস একাই বিজেপির সাথে লড়াই করতে চাইছে।
কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন গুজরাটে আম আদমি পারটিকে বিজেপির ‘বি’ টীম বলতেও ছাড়েন নি। তিনি পাঞ্জাবে আম আদমি পার্টির সঙ্গে আতাত করে ভুল করেছেন বলেও উল্লেখ করেন।
গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারকার্যে যোগ দিয়ে কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন এভাবেই প্রকাশ্যে আম আদমি পার্টিকে নিশানা করেন।
তিনি বলেন, প্রতিশ্রুতির কারণে আসন কমে না।
দলের নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে বলেন, নতুন নেতৃত্ব তৈরি করছেন রাহুল গান্ধী।
পাঞ্জাবে আম আদমি পার্টি জয় পেয়েছে আমাদের কিছু ভুলের কারণে বলেন কংগ্রেস নেতা পৃথ্বীরাজ। চবন বলেন, গুজরাটে কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই হবে, এখানে তিনি আম আদমি পারটিকে আমল দিতে চান না।
গুজরাটের শাসক দল বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস নেতা পৃথ্বীরাজ বলেন, বিজেপি ইস্যু নিয়ে রাজনীতি করে না। মোরবির ঘটনা নিয়ে গুজরাট সরকারকে প্রশ্ন করে পৃথ্বীরাজ চবন বলেন- ভূপেন্দ্র প্যাটেল সরকার আসল অপরাধীদের কাছে পৌঁছেছে?
কেন মোরবির দুর্ঘটনার প্রকৃত দোষীরা ধরা পড়েনি? কংগ্রেস গুজরাট নির্বাচনের জন্য মুকুল ওয়াসনিক সহ তাদের ৪২ জন নেতা ছাড়াও রাজস্থানের বেশ কয়েক জন মন্ত্রীকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে বলেও জানান কংগ্রেস নেতা চবন।