সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৫ নভেম্বর : করিমগঞ্জ নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে এবং বিদ্যানগর স্পোর্টস এসোসিয়েশনের সহযোগিতায় নেহরু যুবকেন্দ্রের ৫০তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
সকালে ক্লাবের সদস্যএবং ছাত্র ছাত্রীদের নিয়ে এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে প্রভাত ফেরী বের করা হয়।
অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বৃক্ষরোপন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়নুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। তিনি নেহরু যুবকেন্দ্রের কার্যক্রমগুলোর প্রতি সন্তুষ্টি ব্যক্ত করেন।
গ্রামীন যুবসংগঠনগুলোকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশীদার হওয়ার জন্য নবপ্রজন্মদের প্রতি পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতা মূলক খেলা ধূলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুল্লভছড়া স্পোর্টস কমিটির সম্পাদক চন্দ্রকান্ত সিনহা, নবীন চন্দ্র মধ্যবঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস, জয়দেব দাস, চৈতন্যনাথ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মদন মোহন সিংহ, হরে কৃষ্ণ মধ্যবঙ্গ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নামদেব সিংহ প্রমুখরা।