গুয়াহাটি, ১৫ নভেম্বর : সোমবার রাতে সাতটি কালো প্রাইমেটকে উদ্ধার করেছে হাইলাকান্দিতে পুলিশ। প্রায় ১০ কিলোমিটার পিছু ধাওয়া করার পর এঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে।
আসামের পুলিশ রামনাথপুর ফাঁড়ি এলাকায় একটি চেক পোস্টে একটি গাড়িকে আটক করে তল্লাশি চালানোর সময় পুলিশ ভিতরে কয়েকটি বাক্স দেখতে পায়।
এতে সন্দেহ হলে গাড়ির যাত্রীদের তাতে কী আছে দেখাতে বললে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তখন গাড়িটিকে ধাওয়া করে এবং প্রায় ১০ কিলোমিটার পর পাকড়াও করতে সক্ষম হয়।
গাড়িটি মিজোরাম থেকে আসছিল। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতরা গাড়ির চালক এবং বাক্সের ভিতরে থাকা প্রাণীরা সবাই বিপন্ন প্রজাতির।
তারা অখণ্ড ভারতের আদিবাসী, মিয়ানমার থেকে তাদের পাচার করা হয়েছিল বলে অভিযোগ।
উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির প্রাণীগুলোকে গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। এঘটনায় পুলিশ তদন্ত অভ্যাহত রেখেছে বলে জানা গেছে।