হাইলাকান্দি প্রতিনিধি, ১৫ নভেম্বর : সারা দেশের সঙ্গে হাইলাকান্দিতেও বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘ন্যাশনাল প্রেস ডে’ বা “জাতীয় গণমাধ্যম দিবস” পালন করবে হাইলাকান্দি জার্নালিষ্ট ফোরাম।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে হাইলাকান্দির ডিএসএ- এর কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে বিভিন্ন কর্মসূচির কথা ঘোষনা করেন ফোরামের নেতৃবৃন্দরা।
এদিন হাইলাকান্দি জার্নালিষ্ট ফোরামের সহ সভাপতি রজত পাল, সহকারী সম্পাদক মুক্তাজুর রাহমান লস্কর, সদস্য রাহাতুল আক্তার বড়ভূইয়া, সদস্য মস্তোফা আহমদ মজুমদার, ইব্রাহিম আলি প্রমুখদের পাশে রেখে ফোরামের প্রতিষ্ঠাতা কর্মকর্তা তথা বিশিষ্ট সাংবাদিক সতানন্দ ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতো এবারও “নেশন্যাল প্রেস ডে” উদযাপন করবে হাইলাকান্দি জার্নালিষ্ট ফোরাম।
ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় চুড়ান্ত হয়ে গেছে।
এ উপলক্ষে বুধবার বিকেল ১ টায় শহরের রতনপুর রোডের পাবলিক এইচ এস স্কুলে অনুষ্ঠিত সভায় “জাতি গঠনে মিডিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনায় মূখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি এস এস কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর।
অন্য আলোচক হিসাবে থাকবেন আলগাপুর এএলসি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডঃ নিজাম উদ্দিন।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে সপ্তাহিক দিবাকর পত্রিকার কর্ণধার মরহুম আবুল কালাম চৌধুরী ও স্বর্গীয় দীপক রঞ্জন নাথ উভয়ের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মানা প্রদান করা হবে।
অপরদিকে, হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী ও আসাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে স্বর্ণ পদক প্রাপ্ত স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা কৃতি সন্তান ফারহাত সুলতানা বড়ভূইয়া এই দুজনকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন পাবলিক এইচ এস স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝারভূইয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
তাই উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বিশিষ্ট সাংবাদিক সতানন্দ ভট্টাচার্য । সাংবাদিক বৈঠকে বুধবারের অনুষ্ঠানে জেলার প্রত্যেক সাংবাদিক সংস্থা সহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন হাইলাকান্দি জার্নালিষ্ট ফোরামের সাধারণ সম্পাদক ইবাদুর রাহমান মজুমদার ও প্রাক্তন সাধারণ সম্পাদক তথা উপদেষ্টা আয়নুল হক মজুমদার।