ধলাই, ১৬ নভেম্বর : বরাকের কর্মপ্রার্থীদের তীব্র বঞ্চনা, মেঘালয়ে অনুপজাতির উপর নির্যাতন ও বরাকের সুপারি ব্যাবসায়ীদের অহেতুক হেনস্থার প্রতিবাদে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর ডাকা ১৮ নভেম্বরের বরাক বনধকে পূর্ণ সমর্থন জানাল আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটি।
এক প্রেস বার্তায় আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির মুখ্য সমন্বয়কারী আনর হোসেন লস্কর বলেন যেসব দাবিতে এই বনধ ডাকা হয়েছে তার সাথে তারা পুরো সহমত।
তিনি বলেন বরাকের কর্মপ্রার্থীদের প্রতি যে বঞ্চনা করা হয়েছে তা সম্পুর্ন ভাবে অনৈতিক। বরাক উপত্যকা এমনিতেই অনগ্রসর অঞ্চল। এখানে সরকারি, বেসরকারি স্তরে নিয়োগের সুযোগ খুবই সীমিত। তাই এখানকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয়দের জন্য সংরক্ষিত করা উচিত।
বিভিন্ন রাজ্যে এই ব্যাবস্থা রয়েছে বলেও তিনি জানান। কিন্তু বর্তমান রাজ্য সরকার তা করছে না উপরন্তু ইচ্ছাকৃতভাবে এখানকার ছেলেমেয়েদের নিয়োগ থেকে বঞ্চিত করছে।
তিনি বরাকের ছাত্র যুবক ও যারা এবারের নিয়োগ পরীক্ষায় বসেছিলেন সবাইকে নিজেদের অধিকার রক্ষায় আগামী ১৮ নভেম্বরের এই বনধকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।
আম আদমি পার্টির কাছাড় শাখার যুগ্ম সমন্বয়কারী বাপ্পা রায় রণি বলেন যে উত্তর পুর্বের সবকটি রাজ্যে বাঙালি সহ সংখ্যলঘু গোষ্ঠী অকারণে নিপীড়নের শিকার হচ্ছেন। মেঘালয়ের সাম্প্রতিক ঘটনা সেই ধারাবাহিকতার আরেকটি দৃষ্টান্ত।
সরকারের পরোক্ষ মদত থাকায়ই মেঘালয়ের উগ্র জাতীয়তাবাদী সংগঠন গুলি এতো বেপরোয়া হয়ে উঠেছে। তাই কেএসইউর মতো কুখ্যাত সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করে সরকারকে নিরপেক্ষতার প্রমান দিতে হবে বলে দাবি জানান তিনি।
তার বক্তব্য অন্যথা দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় মেঘালয়ের যেসব উপজাতিরা বসবাস করছেন অচিরেই তাদের সমস্যা হতে পারে।
বাপ্পা রায় রণি একই সাথে বরাকের বৈধ সুপারি ব্যাবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে অবিলম্বে তাদের হেনস্থা বন্ধ করার দাবি জানিয়েছেন। আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়েছে।