শিলচর ১৬ নভেম্বর : কাছাড় জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (ডিডিএমএ) ব্যবস্থাপনায় ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণ তৎপরতার এক মক ড্রিল বৃহস্পতিবার শিলচরে অনুষ্ঠিত হবে।
শিলচরের পাঁচটি ভবনে কৃত্রিমভাবে ভূমিকম্প সৃষ্টি করে দৃশ্যপট তৈরির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কাজের প্রশাসনিক দক্ষতা খতিয়ে দেখা হবে।
জনসাধারণকে এই সময় আতঙ্কিত না হবার জন্য কাছাড় জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।
শহরের যেসব বিল্ডিং এ দৃশ্যপট তৈরি করে মক ড্রিল অনুষ্ঠিত হবে সেগুলি হল শিলচর মেডিকেল কলেজের এডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, মাছিমপুরের জিলকদর আলী হাইয়ার সেকেন্ডারি স্কুল, রামনগরের বস্কোটেক ইনস্টিটিউট, প্রেমতলার গুলদিঘী মিউনিসিপালিটি মল এবং সার্কিট হাউসের পার্শ্ববর্তী ভূমি সংরক্ষণ বিভাগের নবনির্মিত ভবন।
মক ড্রিলের সময় শহরে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, সিআরপিএফ বাহিনী সহ আসাম রাইফেল জওয়ান, মেডিকেল টিম এবং ডিডিএম এর পক্ষে প্রশাসনিক আধিকারিকরা মিশন মুডে কাজ করবেন শহরজুড়ে।
তাই জনসাধারণকে আতঙ্কিত না হবার জন্য বলা হয়েছে।
এতে বিপর্যয় মোকাবিলার পদ্ধতি ইন্সিডেন্ট রেসপন্স সিস্টেম কার্যকর করে এর অধীনে ইনসিডেন্ট কমান্ড পোস্ট স্থাপন করা হবে পিডব্লিউ রোডের সেটেলমেন্ট অফিসে। পাশাপাশি রিলিফ ক্যাম্প স্থাপন করা হবে পার্শ্ববর্তী দেশভক্ত তরুণরাম ফুকন হাইয়ার সেকেন্ডারি স্কুলে। এছাড়া এই মক এক্সারসাইজের স্টেজিং এরিয়া স্থাপন করা হবে পুলিশ প্যারেড গ্রাউন্ডে।