শিলচর, ১৬ নভেম্বর : বুধবার শিলচর প্রেসক্লাব জাতীয় প্রেস দিবস উদযাপন করেছে।
সভাপতি বিজয় কৃষ্ণ নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর দের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘সংবাদ মাধ্যমের সামাজিক দায়বদ্ধতা, জাতি গঠনের সঠিক দিশা’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে।
এদিন বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাশ, দৈনিক প্রান্তজ্যোতির মুখ্য সম্পাদক নিলয় পাল, অবসরপ্রাপ্ত অধ্যাপক নিরঞ্জন দত্ত, সমাজসেবী সঞ্জীত দেবনাথ, সিএনএন ২৪ নিউজ চ্যানেলের চেয়ারম্যান শংকর দাস, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, ক্লাবের সহ সভাপতি রীতেন ভট্টাচার্য, সাংবাদিক রত্নদীপ দেব, রাহুল দেব, ক্লাবের সহ সম্পাদক গৌতম তালুকদার, কবি শুক্লা ভট্টাচার্য।
বক্তারা বলেন, সংবাদ মাধ্যম যে কেবল সংবাদ পরিবেশন করে তা নয়, জনমতের প্রতিফলন ও জনমত গঠনেও সংবাদ মাধ্যমের রয়েছে ইতিবাচক ভূমিকা।
সংবাদ মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা জাতি গঠনের সঠিক দিশা দেখাতে পারে বলেও মন্তব্য করেন তাঁরা। কিন্তু অনেক সময় সংবাদ মাধ্যমগুলো নানান ধরনের বাধার সম্মুখীন হয়ে আসছে।
জনমত গঠনে বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যম। দেশ গঠনে সরকারের ভুল ত্রুটি গুলো জনগণের সামনে তুলে ধরে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম সরাকারের সমালোচনা করার মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করে।