গুয়াহাটি, ১৬ নভেম্বর : মিলেট অভিযান পুষ্টিকর খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি করবে। একইসঙ্গে শস্যের বৈচিত্র্য বৃদ্ধিতে সহায়ক হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
রাজ্যে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী বুধবার গুয়াহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ে অসম মিলেট অভিযানের শুভারম্ভ করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পুষ্টিকর খাদ্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি করার লক্ষ্যে এই অভিযান আরম্ভ করা হয়েছে।
এর ফলে রাজ্যের কৃষকরা কৃষিকাজে নতুন পদ্ধতির ব্যবহার সহ পরম্পরাগত কৃষির অতিরিক্তভাবে এই বাজরা শস্য চাষ করতে পারবেন, বলেন মুখ্যমন্ত্রী ।
মূলত প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসেবে আরম্ভ করা এই কার্যসূচিতে প্রথমে ২৫ হাজার হেক্টর জমিতে চাষ শুরু করা হবে। রাজ্যে জনসাধারণের বিশেষ করে মা এবং শিশুর বিশেষ পুষ্টির জন্য এই প্রকল্পটি চলতি মাস থেকে ৭ বছর পর্যন্ত চলবে।