শিলচর, ১৬ নভেম্বর : বীর লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী উপলক্ষে সমগ্র রাজ্য জুড়ে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে।
বীর লাচিত বরফুকনের বীরত্ব, দেশপ্রেম, আত্মত্যাগ ইত্যাদি মহান ভাবনাগুলি যুব প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং স্মরণীয় করে রাখতে সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে লাচিত বরফুকনের জন্মদিন উদযাপন করবে কাছাড় জেলা প্রশাসনও।
১৮ নভেম্বর থেকে এই উদযাপন চলবে চব্বিশ নভেম্বর পর্যন্ত। সাংবাদিক সম্মেলন করে একথা জানান কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নোমাল মাহাতো।
তাঁরা জানান, প্রথম দিন অর্থাৎ ১৮ নভেম্বর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, এনসিসি স্কাউট ও গাইড জোয়ান সহ অন্যান্যদের সহযোগে শোভাযাত্রা, স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, রক্তদান শিবির, লাচিত বড়ফুকন নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, স্বচ্ছতা অভিযান, গোলদীঘির মলে চিত্র প্রদর্শনী, সেমিনার সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
এই কর্মসূচি সাফল্য মন্ডিত করতে জেলাবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন জেলাশাসক রোহন কুমার ঝা।