সোনাই, ১৬ নভেম্বর : আগামী ২০ নভেম্বর সোনাই শহর শিলচর রোডের সুপার স্টার ক্লাবের ব্যবস্হাপনায় সোনাই সমবায় সমিতি সংলগ্ন সদ-ভাবনা ভবনে সকাল ৯ ঘটিকা হইতে ২ ঘটিকা পর্যন্ত এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে।
যে সব রোগীর চোখের সমস্যা রয়েছেন তাঁদের জন্য শিলচর ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ও শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু রোগ বিশিষ্ট ডাক্তারদের দিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হবে।
উক্ত শিবের যে সব রোগীর চক্ষু অপারেশন বা লেন্সের প্রয়োজন হবে তাদের বিনামূল্যে অপারেশন ও লেন্স দিয়ে সাহায্য করা হবে এবং যে সব চক্ষু রোগী অপারেশন ও লেন্স ছাড়া থাকবেন তাদের প্রয়োজনে বিনামূল্যে ঔষধ দেওয়া সহ চশমা দেওয়ার ব্যবস্থা থাকবে।
শিবিরে মোট ২০০ রোগীদের বিনামূল্যে চিকিৎসা অর্থাৎ চক্ষু পরীক্ষা করা হবে।
তাই চোখের সমস্যা বা রোগ নিয়ে যে সকল রোগীরা রয়েছেন তারা আগামী রবিবার সকাল ৯ টার ভিতরে শিলচর রোডের সোনাই সমবায় সমিতি সংলগ্ন সদভাবনা ভবনে উপস্থিত হয়ে টুকেন সংগ্রহ করতে হবে। সুপার স্টার ক্লাবের পক্ষ থেকে এখবর জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা সংগঠক এনামুল ইসলাম লস্কর ও রাজু বড়লস্কর