মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ১৭ নভেম্বর : সারা দেশের সঙ্গে হাইলাকান্দিতেও বুধবার যথাযথ ভাবে জাতীয় প্রেস দিবস পালন করা হয়।
জেলা সদরের রতনপুর রোডস্থিত পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস দিবস পালন করা হয়।
এদিন বিকেল ১ ঘটিকায় হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক সতানন্দ ভট্টাচার্য্যের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা আয়নুল হক মজুমদার।
মূখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন দৈনিক নববার্তা পত্রিকার সম্পাদক হবিবুর রাহমান চৌধুরী।
তিনি বক্তব্যে সর্বদাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হাইলাকান্দি এস এস কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর।
বক্তব্য রাখেন আলগাপুর আব্দুল লতিফ চৌধুরী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড০ নিজাম উদ্দিন চৌধুরী, হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝারভূইয়া ও কবি আশোতোষ দাস প্রমুখ।
প্রত্যেক বক্তাই সঠিক এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন।
তাছাড়া জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীকে অভিনন্দন জানান।
এদিনের অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয় থেকে মাসকমিনিকেশন বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত হাইলাকান্দি জেলার কৃর্তী সন্তান ফরহাদ সুলতানা বড়ভূইয়াকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
তাছাড়া অনুষ্ঠানে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে জেলার দু’জন প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে মরোনোত্তর সম্মাননা প্রদান করা হয়।
এই দু’জন প্রয়াত সাংবাদিক হলেন, সাপ্তাহিক দিবাকর পত্রিকার কর্ণধার প্রয়াত আবুল কালাম মজুমদার ও প্রয়াত দীপক রঞ্জন নাথ। অনুষ্ঠান পরিচালনা করেন আয়নুল হক মজুমদার। উপস্থিত ছিলেন হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পদাদিকারিরা।