জুলি দাস
করিমগঞ্জ, ১৭ নভেম্বর : নানা সমস্যায় জর্জরিত সংবাদকর্মীরা। আর্থিক ও সামাজিক সুরক্ষায় প্রশ্নের মুখে সাংবাদিকরা। সংবাদ সংগ্রহ করতে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাংবাদিকদের। দুর্ঘটনা বা রোগে আক্রান্ত হলে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে।
সাংবাদিকদের আপদ বিপদে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সেদিকে লক্ষ্য রেখে প্রেসক্লাব করিমগঞ্জ সাংবাদিকদের সাহায্যার্থে তহবিল গঠনের সিদ্ধান্ত নিল জাতীয় প্রেস দিবসে।
জাতীয় প্রেস দিবস উপলক্ষে প্রেস ক্লাব করিমগঞ্জ আয়োজিত আলোচনা চক্রে এই কথা জানান সভাপতি মিহির দেবনাথ। বলেন, তহবিল থেকে সাংবাদিকদের বিপদে পাশে দাঁড়াতে যথেষ্ট অগ্রণী ভূমিকা নেবে।
প্রেসক্লাবের সম্পাদক অরূপ রায় বলেন, ২০২৩ সালে এই তহবিল গঠনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে রাজ্য অথবা বরাক উপত্যকা পর্যায়ে সাংবাদিকদের একটি আলোচনা চক্র করার প্রস্তাব দেন সম্পাদক।
একই সঙ্গে লাচিত দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে আগামী বছর একটি স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক বিভাস বর্ধনকে সম্পাদিত মনোনীত করে একটি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।
এদিনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মত পোষণ করেন মাতাবুর রহমান, দীপন পাল, যীশু শুক্লবৈদ্য, জুলি দাস, সেলিম আহমেদ, এসএম জাহির আব্বাস প্রমুখ।
এদিকে, প্রেড ফাউন্ডেশন করিমগঞ্জ-এর পক্ষ থেকে জাতীয় প্রেস দিবস উপলক্ষে প্রেসক্লাব করিমগঞ্জকে সম্মাননা জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান এটিএম জাকারিয়া কাসিমি প্রেসক্লাবের সম্পাদকের হাতে স্মারক তুলে দেন। তখন প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।