শিলচর, ১৮ নভেম্বর : বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপনে কাছাড় জেলা প্রশাসন বিভিন্ন কার্যসূচি গ্রহন করেছে।
৮ দিন ব্যাপি বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার প্রথম দিনে জেলা পুলিশ বাহিনী শিলচর শহরে কুচকাওয়াজের মাধ্যমে মহাবীর লাচিত বরফুকনকে স্যালুট জানায়।
জেলাশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা পুলিশের বিভিন্ন ক্যাডেট এর সম্মিলিত মার্চপাস্ট শিলচর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুলিশ প্যারেড গ্রাউন্ডে গিয়ে মিলিত হয়।
এই কার্যসূচির দ্বিতীয় দিন ১৯ নভেম্বর শনিবার কাছাড়ের সব স্কুল কলেজে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, ২০ নভেম্বর এ উপলক্ষে শহরের পাঁচটি স্থানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে l স্থানগুলি হল শিলচরের সিভিল হাসপাতাল, আসাম বিশ্ববিদ্যালয়, এন আই টি, রেড ক্রস, শিলচর মেডিকেল কলেজ।
২০ নভেম্বর থাকছে স্বচ্ছতা অভিযান।
শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে জেলা উপায়ক্তের কার্যালয় হয়ে ডাকবাংলা পর্যন্ত সাফাই অভিযান চালানো হবে।
২১ নভেম্বর থাকছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতা, ২২ নভেম্বর জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বৃক্ষরোপণ, গুলদিঘী মলে চিত্রাঙ্কন প্রদর্শনী এবং শিলচর সেন্ট্রাল জেলে, রেডক্রস হসপিটাল ও সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে খাদ্য বিতরণ।
২৩ নভেম্বর জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল সমূহে বিতর্ক ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, এলপি ও ইউপি স্কুল পর্যায়ে ছোট নাটক এবং দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা ও জেলা পর্যায়ে শিলচর গান্ধী ভবনে কুইজ প্রতিযোগিতা।
এছাড়া ২৩ নভেম্বর থাকছে পরম্পরাগত বেশভূষা নিয়ে শিলচর শহরে সাংস্কৃতিক শোভাযাত্রা। ২৪ নভেম্বর গান্ধীভবনে আলোচনা চক্র, বিষয় আসামের ইতিহাস এবং লাচিত বরফুকনের জীবনী।
এরপর গান্ধী ভবনেই বিকেল পাঁচটায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ নভেম্বর সমাপনী দিবসে রাজীব ভবনে নতুন দিল্লিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ জায়েন্ট স্কিনে সম্প্রচার করে দেখানো হবে l