গুজরাট বিধানসভা নিরবাচন-২০২২
আহমেদাবাদ, ২০ নভেম্বর : গুজরাটের কংগ্রেসের শক্ত ঘাটি হিসাবে পরিচিত ভিরামগাম থেকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল।
তিনি কংগ্রেসকে প্রত্যাখ্যান করে বিজেপির প্রার্থী হিসাবে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে।
গুজরাটের বেশ কয়েকজন প্রাক্তন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি তাদেরকে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে।
হার্দিক প্যাটেল ছাড়াও কংগ্রেসের যে সব বিধায়ক দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছে তাদের সবাইকেই প্রার্থী কড়া হয়েছে।
তাদের দাবী আমরা আমাদের বিজয় নিশ্চিত করব এবং বিজেপি ১৫০টিরও বেশি আসন নিয়ে সরকার গঠন করতে চলেছে। প্যাটেল বলেন, আমি উন্নয়নের ১০ বছরের দীর্ঘ খরাকে সবুজে পরিণত করতে এবং প্রধানমন্ত্রী মোদীর নীতিগুলি বাস্তবায়নের জন্য কাজ করব।