কাটিগড়া সার্কেল অফিসে রিভিউ সভা করলেন মন্ত্রী সঞ্জয় কিশান, মত বিনিময় করলে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের

Spread the love

কাটিগড়া, ২৮ নভেম্বর : স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো আসাম সরকারের মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কাছাড় জেলার শিলচরে।

মন্ত্রীসভার বৈঠকের আগেই রাজ্য সরকারের প্রতিটি বিভাগের মন্ত্রীগন শিলচরে উপস্থিত হয়ে বরাক উপত্যকার তিনটি জেলার প্রত্যেকটি বিধানসভা সমষ্টিতে ঘুরে ঘুরে জনসাধারণের অভাব অভিযোগের কথা শুনার চেষ্টা করছেন।

সোমবার এমনই একজটিকা সফরে কাটিগড়ায় আসেন আসাম সরকারের মন্ত্রী সঞ্জয় কিশান।

এখানে এসেই প্রথমে কাটিগড়া সার্কেল অফিসে বিভাগীয় আধিকারিকদের সাথে এক সভায় মিলিত হয়ে কাটিগড়ার বিভিন্ন সমস্যার কথা জানার চেষ্টা করেন মন্ত্রী।

সভায় কাটিগড়া শিক্ষা খন্ডের আধিকারিক মনুজ কুমার কৈরি মন্ত্রীকে অবগত করান কাটিগড়া শিক্ষা খন্ডে মাধ্যমিক স্তরের স্কুলে মোট১৯৫ জন শিক্ষকের অভাব রয়েছে।

এর মধ্যে অসমীয়া শিক্ষক ২২ জন,  এরাবিক শিক্ষক ৬ জন, হিন্দি শিক্ষক ৩৫ জন,  বিজ্ঞান শিক্ষক ৯ জন এবং প্রধান শিক্ষকের ৯৯টি পদ খালি রয়েছে।

সার্কেল অফিসের সভা সেরে মন্ত্রী চলে যান পূর্বকাটিগড়ার তারিনিপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত নিজ ফুলবাড়ি প্রথম খন্ডে।

সেখানে নবনির্মিত ২১ নং মডেল অঙ্গনবাড়ির কেন্দ্রের দ্বার উদঘাটন করে কেন্দ্রের কচিকাচা শিশুদের সাথে বেশ কিছুক্ষন কাটানোর পর উপস্থিত অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের সাথে মত বিনিময় করেন মন্ত্রী। সেখান থেকে ফিরে এসে কাটিগড়া মণ্ডল বিজেপির কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে এক সভায় মিলিত হন মন্ত্রী সঞ্জয় কিশান।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token