দক্ষিণ বদরপুরে গ্ৰামীন পাকা রাস্তা ধ্বংস করছে অবৈধ ওভারলোড পাথর বুঝাই লরি, ক্ষুব্ধ এলাকাবাসী  

Spread the love

এংলার বাজার প্রতিবেদক, ২২ নভেম্বর : করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির সুভাষনগর জিপির অন্তর্গত মামদপুর থেকে মদন মোহন চলাচলের একমাত্র গ্রামীন রাস্তাদিয়ে প্রতিদিন রাত অবৈদ পাথর বুঝাই লরি চলাচল করায় বেহাল হয়ে পড়েছে।

রাত অনুমানিক ১২ টার পর থেকে ভোর পর্যন্ত ১০-১২ চাকার ভারী লরি অবৈদ পাথর বুঝাই করে বেপরোয়া ভাবে চলাচল করে।

গ্রামীন এই ছোট রাস্তাটির দিয়ে অবৈধ পাথর বুঝাই ভারি লরি রাতের অন্ধকারে বেপরোয়া ভাবে যাতায়াত করার ফলে বেহাল হয়ে পড়ায় স্কুল-কলেজের ছাত্র ছাত্রী তথা মামদপুর-মদন মোহন এলাকাবাসীকে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে।

বিষয়টি নিয়ে এলাকাবাসী মদনমোহন পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জের দ্বারস্থ হয়েছিলেন সঠিক ব্যবস্থা নেওয়ার দাবী নিয়ে, কিন্তু তিনি এটা পিডব্লিউডি বিভাগের ঘাড়ে দায়ভার চাপিয়ে দেন।

এলাকাবাসীর অভিযোগ, মদনমোহন পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ তার কিছুই করার নেই বলে জানিয়ে দেন।

ক্ষুব্ধ এলাকাবাসী অবশেষে নিজেরাই রাত জেগে মঙ্গলবার ভোরে এম এল ১১-৬৫৬২ নম্বরের ওভার লোড লরিটি গ্রামীন রাস্তা দিয়ে যাতায়াতের সময় আটক করেন।

এলাকাবাসী অভিযোগ গড়ির নাম্বার প্লাস্টিকের টেপ দিয়ে চুপিয়ে রাখা হয়েছিল। পরে লরিটিকে এলাকাবাসী প্রশাসনের হাতে তুলে দেন। এই ঘটনা প্রমান করেছে অবৈধ পাথর চুরাচালানের সঙ্গে মদনমোহন পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জও জড়িত। তাই তারা মদনমোহন পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জের কঠোর সাস্থির দাবী জানিয়েছেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token