হাইলাকান্দি, ২২ নভেম্বর : হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন ব্লকে পুকুর খনন ও জঙ্গল কাটার নামে এমএনআরইজিএ প্রকল্পে ৪৫ লক্ষ টাকার বিশাল কেলেঙ্কারি সামনে এসেছে।
এই কেলেঙ্কারির অভিযোগ উঠেছে লালা ডেভেলপমেন্ট ব্লকের আধিকারিক মনোজ দত্ত এবং ইঞ্জিনিয়ার প্রীতম ধর ও প্রসনজিৎ দেবের বিরুদ্ধে।
২০২১-২২ অর্থ বছরে রাজ্য সরকার লালা উন্নয়ন ব্লকে এমএনআরইজিএ প্রকল্পে পুকুর খনন, জঙ্গল কাটা এবং পানীয় জলের ট্যাঙ্ক স্থাপনের জন্য ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করেছিল।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বরাদ্দকৃত অর্থের একটি পয়সাও সিদ্ধান্ত অনুযায়ী কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়নি।
লালা ব্লক উন্নয়ন আধিকারিক মনোজ দত্ত এবং ইঞ্জিনিয়ার প্রীতম ধর এবং প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে সমস্ত অর্থ অপব্যবহার করার অভিযোগ উঠেছে।
এই অভিযোগ তুলেছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও রাইজর দলের সভাপতি জহির উদ্দিন লস্কর। আগামী ১৫ দিনের মধ্যে এই ব্যাপক দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে এই আধিকারিকদের শাস্তির দাবি জানিয়েছেন, অন্যতায় ১৫ দিন পর প্রায় ১০ হাজার মানুষকে নিয়ে লালা উন্নয়ন ব্লক ঘেরাও করার হুমকি দিয়েছেন তাঁরা।