উত্তপ্ত মেঘালয়! দিগরখালে যানবাহনের দীর্ঘ লাইন, খাদ্য সংকটে চালক-সহচালক

Spread the love

দিগরখাল, ২৩ নভেম্বর, বুধবার : আসাম-মেঘালয় সীমান্তের বৈঠালাংশু এলাকায় গোলাগুলি কান্ডের পর দু’দিন থেকে কাছাড় জেলার দিগরখাল শিবনগর পুলিশ চেকপোস্টের সামনে ৬ নং জাতীয় সড়কে প্রশাসন যান চলাচল বন্ধ দেওয়ায় লরি, যাত্রীবাহী যান বাহনের দীর্ঘ লাইন ধরেছে।

আটকা পড়েছেন দূর পাল্লার মালবাহী লরি, যাত্রীবাহী বাসে চালক-সহ চালক সহ হাজার হাজার যাত্রী।

সোমবার ভোরের এই গোলাগুলি কান্ডে ৫ নাগরিক এবং অসমের বনরক্ষী বাহীনির এক জোয়ানের মৃত্যুর পর পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কাছাড়ের পুলিশ ও জেলাপ্রশাসন আগাম সতর্কতামুলক ব্যবস্থা স্বরূপ মেঘালয় সীমান্তের কাছাড় জেলার দিগরখাল শিবনগর পুলিশ চেকপোস্ট সংলগ্ন ৬ নং জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

 এতে বরাক উপত্যকার তিন জেলা সহ উত্তর পূর্বের রাজ্য‌ের সঙ্গে বহিঃরাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে।

গৌহাটি সহ বহিঃরাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসাস্থল ৬ নং জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ায় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে উত্তর পূর্বাঞ্চল রাজ্যের জনগণ সহ বরাকবাসীকে।

  চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যানবাহনের চালক-সহ চালক ও চলাচলকারী যাত্রীরা।

মঙ্গল ও বুধবার দু’দিন থেকে দিগরখাল শিবনগর পুলিশ চেকপোস্টের সামনের ৬ নং জাতীয় সড়কের আটকে থাকা বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা সংবাদ মাধ্যমের কাছে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন।

তারা জানিয়েছেন যে, যানবাহন চলাচল বন্ধ হওয়ায় তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী না থাকায় বর্তমানে খাদ্যের সংকট দেখা দিয়েছে। আর যদি তাদেরকে এখানে থাকতে হয় তবে না খেয়ে থাকতে হবে বলে জানিয়েছেন আটকে পড়া বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token