মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করতে হাইলাকান্দি শিক্ষা খন্ডের একটি সরকারি বিদ্যালয় নিয়েছে অভিনব পন্থা।
কোন ধরনের সরকারী অনুদান ছাড়া ব্যক্তিগত তহবিল থেকে বিতরণ করা হচ্ছে ছাত্র ছাত্রীদের ছাতা।
রোদ-বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় যাতে বাধা না হয় এজন্যই এই পদক্ষেপ নিয়েছেন বাহাদুরপুর এম ই স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ পরিচালনা কমিটি।
মঙ্গলবার বাহাদুরপুর এম ই স্কুলের উপস্থিত থাকা ২০৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ছাতা বিতরণ করা হয় ছাতা।
যারা এদিন অনুপস্থিত ছিলেন তাদের পরবর্তিতে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নুল হক বড়ভূইয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছে, বিগত বছরে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম থাকায় পরিচালনা কমিটি ও শিক্ষক-স্টাফরা এই সিদ্ধান্ত নেন যে এ বছর উপস্থিতি বাড়াতে হবে।
তাই তহবিল সংগ্রহ করে ছাত্রছাত্রীদের মধ্যে ছাতা, আইডি কার্ড ও টাই বিতরণ করা হবে।
এদিন ছাতা বিতরণ করা হয়েছে, কিছুদিন পর আইডি কার্ড ও টাই দেওয়া হবে।
উল্লেখ্য যে, বাহাদুরপুর এম ই স্কুলে মোট ২৭৯ জন ছাত্রছাত্রী রয়েছেন। ছাত্রছাত্রীদের মধ্যে ছাতা বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত প্রধান শিক্ষক সহ বিজ্ঞান শিক্ষক আব্দুল মানিক বড়ভূইয়া, স্কুল পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন লস্কর, সদস্য আবুল কাসেম বড়ভূইয়া ও মুক্তার হোসেন মজুমদার প্রমুখ।