কলিয়াবর, গণআওয়াজ ঃ কলিয়াবরে প্রহসনে পরিণত হয়েছে জল জীবন প্রকল্প।
মোদি সরকারের গ্যারান্টি ছিল প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা করার।
এরজন্যেই রূপায়ন করা হয় “হর ঘর নল, হর ঘর জল” প্রকল্প। এই প্রকল্পে হর ঘর নল হয়েছে, কিন্তু মিলছে না হর ঘর জল।
তিন বছর আগে প্রকল্প নিৰ্মান করা হলেও আজ পর্যন্ত একফুটাও বিশুদ্ধ পানীয় জল তাদের ভাগ্যে জুটেনি বলে অভিযোগ তুলেছেন কেলিডেন চা বাগানের জনসাধারণ।
সরকারী প্রকল্প নির্মাণের পর বাগান কৰ্তৃপক্ষও শ্রমিকদের পানীয় বিশুদ্ধ জল সরবরাহ করতে কৃপণতার অভিযোগ উঠেছে।
ফলে ওই এলাকার প্রায় দেড় শতাধিক পরিবার বিশুদ্ধ পানিয় জলের জন্য দিশেহারা।
এদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিভাগীয় কর্মচারীরা তাদের কাছে পানীয় জলের রাজস্ব দাবি করে জোর জুলুমও চালাচ্ছেন।
ভুক্তভুগিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিৰ্বাচনের সময় প্ৰতিশ্ৰুতির উপর ভিত্তি করে ভোট দিয়ে এখন তাদেরকে একফুটা পানীয় জলের জন্য হা হা কার করতে হচ্ছে।