উধারবন প্রতিনিধি : শ্রমদানের মাধ্যমে জাতীয় সড়কে গর্ত ভরাট শুরু করলো উধারবন্দ ব্লক কংগ্রেস। ডু়ংরীপারে দলের সাংগঠনিক কাজে যাওয়ার সময় হটাৎ ব্লক কংগ্রেস নেতারা মধুরামুখে নেমে পড়েন।
সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তির সামনে বিশাল গর্ত ভরাটের তাৎক্ষণিক উদ্যোগ নেন।
নিজেরাই হাতে বেলছা, কোদাল নিয়ে শুরু করেন কাজ। কংগ্রেস নেতাদের রাস্তায় নেমে কাজ করতে দেখে শামিল হন স্থানীয় জনগণ।
কয়েকঘন্টা কাজ করে বিপদজনক অংশ সাময়িক চলাচলের উপযোগী করে তুলেন কংগ্রেসিরা।
এই শ্রমদান কর্মসূচিতে অংশ নিয়েছেন উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, সুদীপ ধর, ললিত গোয়ালা, সামসুল আলম বড়ভুইয়া, দীপক দাস, নুরুল হক লস্কর, কাছাব উদ্দিন বড়ভুইয়া, বিজয় দেব ও পাবলভ লস্কর সহ অন্যান্যরা।
তিনি শিলচর সদরঘাটের নির্মীয়মান বরাক সেতুর কাজে গতি আনার দাবিও জানিয়েছেন। বলেন, মহালয়ার আগে যেভাবেই হোক সেতুর কাজ শেষ করতে হবে। এব্যাপারে কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষন করেছেন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়।