জুলি দাস, শ্রীভূমি : ঐতিহ্যবাহী কটন বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেলেন পাথারকান্দির কৃতি ছাত্রী অঙ্কিতা গুপ্তা।
গত ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়। তার হাতে সম্মাননা পত্র তুলে দেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য।
বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করছেন অঙ্কিতা।
পাথারকান্দি থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর করিমগঞ্জ কলেজে উচ্চতর মাধ্যমিক, কাছাড় কলেজ থেকে স্নাতক (স্বর্ণপদক প্রাপ্ত) এবং কটন বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন অঙ্কিতা।
স্নাতকোত্তরে প্রথম বিভাগে প্রথম এবং স্বর্ণপদক পান তিনি।
পাথারকান্দির বাসিন্দা হরিওম নারায়ণ গুপ্তা এবং প্রয়াত ছন্দারানি কানুর কন্যার এই সাফল্যে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। প্রসঙ্গত, এবিভিপির বরিষ্ঠ কার্যকর্তা সুরোজ কুমার কানুর সহধর্মিনী অঙ্কিতা গুপ্তা।