শিলচর, ২৬ নভেম্বর : বিডিএফ-র বরাক বনধের ৩টি দাবী পূরণে সরকার ২৯ নভেম্বরের মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত না নিলে ১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত অর্ধ ঘণ্টার নিস্প্রদীপ পালন করার হুমকি দিয়েছে।
আজ শনিবার শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সর্বদলীয় বৈঠকে বিস্তৃত আলোচনার পর পরবর্তী কর্মসূচির অঙ্গ হিসাবে একথা সাংবাদিকদেরকে একথা জানান বিডিএফ বনধে সহযোগী সংগঠন গুলোর কর্মকর্তারা।
বিডিএফ এর ডাকা এদিনের বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মকর্তারা বরাক উপত্যকার প্রতি সরকারি বৈষম্য ও উত্তরপুর্বে বাঙালি সহ সংখ্যালঘু অনুপজাতিদের নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন।
বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, ১৮ নভেম্বর বরাক বাসী বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে স্বতস্ফুর্ত বনধ পালনের মাধ্যমে যেভাবে ক্ষোভ ব্যক্ত করেছেন শাসকদলের নেতা মন্ত্রীরা যদি তা বুঝতে পারেন তবে অবশ্যই দাবিগুলির প্রতি সহানুভূতিশীল হবেন।
অন্যথা এই প্রতিবাদ কর্মসূচি চলবে। ২৯ তারিখের মধ্যে ইতিবাচক সাড়া না পাওয়া গেলে প্রথম পদক্ষেপ হিসেবে ১ ডিসেম্বর নিস্প্রদীপ কর্মসূচি পালনে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ধাপে ধাপে পথসভা, ধর্ণা, মিছিল, অবস্থান ধর্মঘট ইত্যাদি কর্মসূচি পালিত হবে।
তিনি বরাকের কর্মপ্রার্থী, ছাত্র-যুবক সহ আপামর জনগনকে ১ ডিসেম্বরের নিস্প্রদীপ কর্মসূচি পালন করে সরকারকে প্রত্যাহ্বান জানাবার আবেদন জানিয়েছেন।
বাঙ্গালি নবনির্মান সেনার পক্ষ থেকে প্রীতম দেব বলেন, ২৯ নভেম্বরের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাক থেকে অন্ততঃ ১০০০ প্রার্থীর নিযুক্তির নিশ্চয়তা, মেঘালয়ে অনুপজাতিদের নির্যাতন রোধ এবং সুপারি ব্যাবসাকে প্রসাশনিক জটিলতা থেকে মুক্ত করা না হলে ১ ডিসেম্বর নিস্প্রদীপ কর্মসূচি পালনের মধ্যে সরকারকে বুঝিয়ে দিতে হবে বরাক বাসী দাবি থেকে একচুলও নড়বেন না।
তিনি বলেন অন্তত আগামী প্রজন্মের স্বার্থে এই কর্মসূচিকে সফল করতেই হবে এবং এই দায়িত্ব সমস্ত বরাক প্রেমী দল সংগঠন সহ আপামর জনগনকে নিতে হবে।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, এআইইউডিএফ, সিপিআই, আমরা বাঙালি, আকসা এবং আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির প্রতিনিধিরা। এছাড়া এদিনের সিদ্ধান্তকে সমর্থন করে আরো কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।