মন্ত্রীসভার বৈঠকে রাতাবাড়িতে মেডিকেল কলেজ ও পাথারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীকে  ধন্যবাদ জানালো জিডিপিসিএফ

Spread the love

দুল্লভছড়া, ২৯ নভেম্বর : শিলচরে অনুষ্ঠিত রাজ্যিক ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জ জেলার রাতাবাড়ী সমষ্টিতে নতুন মেডিকেল কলেজ এবং পাথারকান্দি সমষ্টিতে কৃষি বিশ্ববিদ্যালয় বরাদ্দ হয়েছে l

মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট বৈঠকেরপর সংবাদ মাধ্যমে এ কথা প্রকাশ করেছেনl তিনি আরোও বলেছেন যে রাতাবাড়িতে প্রস্তাবিত মেডিকেল কলেজের জন্য সাড়ে ৬৫০ কোটি টাকা ও পাতারকান্দিতে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ হয়েছেl

এছাড়াও কেবিনেট বৈঠকে বরাক উপত্যকার তিন জেলার জন্য গুচ্ছ প্রকল্প বরাদ্দ হয়েছেl

এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী কেশব প্রসাদ মহন্ত, কৃষিমন্ত্রী অতুল বরা, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অভিনন্দন ও ধন্যবাদ বৃহত্তর দুল্লভছরা প্রগতিশীল নাগরিক মঞ্চ (জিডিপিসিএফ)-র সভাপতি অংশুমান পালl

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token