জুলি দাস
করিমগঞ্জ, ২৯ নভেম্বর : ২১ তম করিমগঞ্জ বইমেলার প্রস্তুতি চূড়ান্ত। অনুষ্ঠানস্থল কালীবাড়ি রোডস্থিত হোলসেল কো-অপারেটিভ স্টোর্সের ময়দান ইতিমধ্যে সেজে উঠেছে।
মঙ্গলবার পুরো দিন এখানে উপস্থিত থেকে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখেন আয়োজক কমিটির পদাধিকারীরা।
শহরে চলছে মাইকিং।
বুধবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বইমেলার। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের একাডেমী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শাকুর মজিদ।
বইমেলায় এবার মোট ১৪ টি স্টল থাকবে।
মঙ্গলবার বাংলাদেশ, কলকাতার স্টলগুলোর দায়িত্বপ্রাপ্তরা এখানে পৌঁছে সামগ্রী গোছানোর কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। বাকি স্টলগুলো বুধবার খোলা হবে।
মোট ১৩ দিন বইমেলা চলবে।
প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে। বইমেলায় উপস্থিত থাকতে বইপ্রেমী জনগণকে আহ্বান জানিয়েছেন কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী, সংস্কৃতিক বিভাগের সম্পাদক বিষ্ণুপদ নাগ।