সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৬ ডিসেম্বর : বন বিভাগের দুল্লভছড়া বীট অফিসের কড়া নজরদারি রাখার পরও বালি মাফিয়ারা সিংলা নদী থেকে অবৈধ ভাবে বালি পাচার চালিয়ে যাচ্ছে।
তবে বালি উত্তোলনে মেশিন ব্যবহার না করে হাজিরা করা লোকদের কাজে লাগিয়ে অবৈধভাবে সিংলা নদী থেকে বালি উওোলন করে পাচার করছে। এতে সরকারকে হারাতে হচ্ছে রাজস্ব।
এ নিয়ে রুপাগ্রাম ও কৃষ্ণনগর গ্রামের জনগণ বিহিত ব্যবস্থার জন্য রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের দেখা করে ৯১ জনের স্বাক্ষরীত একটি স্মারকপত্র প্রদান করেন।
এতে উল্লেখ করা হয় গ্রামটির পূর্ব দিকে মোকামছড়া বাগানের আনুমানিক তিন বিঘা ভূমি স্থানীয় মতিলাল সিনহা ভোগ করে আসছিলেন।
কিন্তু তাঁর মৃত্যুর পর পুত্ররা উক্ত জমি তসলিম উদ্দিন, জালাল মিয়া, কামাল মিয়া, কামরুল হকদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিলে গ্রামবাসী বাধা দেন। এতে অভিযুক্ত ব্যক্তিরা গ্রামবাসীদের গালিগালাজ ও হুমকি প্রদান করে।
এদিকে ওই ব্যক্তিরা অবৈধভাবে বালি পাচার করার ফলে গাড়ির চাপে চলাচলের একমাত্র সড়কটি ভেঙে যাওয়ায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদেরকে। তাই উক্ত সমস্যা সমাধানে বিধায়ক বিজয় মালাকার দৃষ্টি আকর্ষণ করেন তারা।