শিলচর, ৭ ডিসেম্বর : বুধবার সকালে কাছাড় জেলার ধলাই থানার নাকা চেকিং চলাকালীন সময় ৩০৬ নং জাতীয় সড়কে ভাগার দিক থেকে শিলচরের দিকে যাওয়ার পথে পুলিশ বার্মিজ সুপারি সমেত প্রভাবশালী ব্যবসায়ী রাজব উদ্দিন লস্করের ভাতিজাকে আটক করেছে।
এএস ১০এ ৪৪৫৪ নম্বরের এল্টো গাড়িটি চেক করার জন্য বন্ধ করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন ৯ ব্যাগ বার্মিজ সুপারি পাওয়া যায়।
এ ঘটনায় ধলাই পুলিশ দুই জনকে আটক করেছে।
আটক করা ব্যক্তিরা হলেন হাওয়াইথাং গ্রামের নুরুল ইসলাম লস্করের পুত্র রাজু আহমেদ লস্কর (রিজু) ২৯ ও লায়লাপুরের আসমান আলী লস্করের পুত্র আফতার হোসেন লস্কর (২৭)।
উল্লেখ্য আসাম-মিজোরাম সীমান্তের লায়লাপুরে প্রতিনিয়ত আটক করা হচ্ছে বার্মিজ সুপারি।
আসাম সরকারের বিশেষ তৎপরতায় কিছুদিন আগে বিভিন্ন কালা ব্যবসার সাথে জড়িত প্রভাবশালী ব্যবসায়ীদের আটক করেছিল পুলিশ।
বর্তমানে লায়লাপুরের প্রভাবশালী ব্যবসায়ী প্রাক্তন জিপি সভাপতি রাজীব উদ্দিন লস্করের ভাতিজাকে বার্মিজ সুপারি পাচারে পুলিশ আটক করার পর এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।