লক্ষীপুর মুন্সিরগ্রামের ফখরুল মনিপুরে জুডিসিয়াল ম‍্যাজিষ্ট্রেট পদে মনোনীত

Spread the love

মনিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন অসম-এর অভিনন্দন     

লক্ষীপুর, ৭ ডিসেম্বর : লক্ষীপুরের রূপাইবালি জিপির মুন্সির গ্রামের ছেলে ফখরুল ইসলাম চৌধুরী ২০১৯ সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি উত্তীর্ণ হয়েছিল। দ্বিতীয় স্থান দখল করে।

আজ সেই ছেলে মনিপুর রাজ‍্যের জুডিসিয়াল সার্ভিসে (এমজেএস) পরীক্ষায় অত‍্যন্ত সুনামের সঙ্গে তৃতীয় স্থান দখল করে এমজেএস পদে মনোনীত হয়েছে।

এমজেএস মেইন পরীক্ষা গত সেপ্টেম্বর মাসে আয়োজিত হয়। মৌখিক পরীক্ষা হয় গত ৩০ নভেম্বর। আজ বুধবার মনিপুর উচ্চ আদালত থেকে মনোনীত দের তালিকা প্রকাশিত হয়।

সেই তালিকায় তৃতীয় স্থান দখল করে মনিপুর জুডিসিয়াল সার্ভিসে মনোনীত হয়েছে কাছাড় জেলার লক্ষীপুর মহকুমার রূপাইবালি জিপির মুন্সিরগ্রামের অতি সাধারণ পরিবারের ছেলে ফখরুল ইসলাম চৌধুরী।

মুন্সিরগ্রামের ক্ষুদ্র ব‍্যবসায়ী জিয়াউল ইসলাম চৌধুরীর পুত্র ফখরুল। মায়ের নাম রেজিয়া বেগম চৌধুরী। স্বাধীনতার পর সম্ভবতঃ প্রথম কোন মনিপুরি মুসলিম সম্প্রদায়ের ছেলে জুডিসিয়াল ম‍্যাজিষ্ট্রেট পদে মনোনীত হয়েছে।

তার এই সাফল‍্যে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন মনিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন অসম এর সভাপতি আব্দুল নূর চৌধুরী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুসাম উদ্দিন চৌধুরী, আইনজীবী আজাদ হোসেন চৌধুরী, এমএমডিওর মূখ্য উপদেষ্টা মহিবুর রহমান খান সহ অনেকেই।                                                   

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token