ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করলেই ক্যাডারকে মৃত্যুদণ্ড : উলফা (আই)  

Spread the love

গন আওয়াজ, গৌহাটি, ৩১ অগাস্ট, বুধবার : নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-ইন্ডিপেনডেন্ট ‘উলফা-আই’ আজ বুধবার ঘোষণা করেছে, তাদের একটি ক্যাম্প থেকে একজন ক্যাডার পালানোর চেষ্টা করলে তাঁকে  মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সংগঠনটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ওই ক্যাডারের নাম রিহান ওরফে মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি গোয়ালপাড়া জেলার লখিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সংগঠনটি এ নিয়ে  তাদের ৩ জন কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এর আগে, মে মাসে, আসাম পুলিশের হয়ে “গুপ্তচরবৃত্তি” করার অভিযোগে অন্য দুই ক্যাডারের মৃত্যুদণ্ড ঘোষণা করে।

ওই দুই ক্যাডারের নাম ধনজিৎ দাস ওরফে রূপক ও সঞ্জীব সরমা ওরফে রিশাভ।

ধনজিৎ দাস নিম্ন আসামের বারপেটা শহরের বাসিন্দা এবং সঞ্জীব শর্মা কামরূপ জেলার বাইহাটা চারিয়ালির বাসিন্দা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token