অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা, ১৬ এপ্রিল : বড়খলা সবুজ সংঘ কমিউনিটি সেণ্টারে পূরাতণ বর্ষকে বিদায় জানিয়ে নাচেগানে নব বর্ষকে সাড়ম্বরে বরণ করা হয়।
শনিবার বিকাল থেকে বর্ষ বরণের প্রস্তুতি নিয়ে কমিউনিটি সেণ্টারে এলাকার আবাল বৃদ্ধ বনিতা সহ কচিকাঁচাদের আনাগুনা পরিলক্ষিত হয়।
সভাপতি অসিম দেবলস্কর প্রদ্বীপ প্রজ্জ্বলন এবং একটি সমবেত সংগীত পরিবেশন করে নববর্ষের বর্ষ বরণ অনুষ্টানের শুভারম্ভ করা হয়।
নববর্ষ বরণের ওপর বিস্তারির আলোচনা করেন সভাপতি দেবলস্কর, সম্পাদক গৌতম ধর চৌধুরী। বর্ষবরণ নিয়ে কবিতার ছন্দে আবৃত্তি করেন বড়খলা জিপির প্রাক্তন সভানেত্রী স্বপ্না দাস।
এদিন কচিকাঁচা ছেলে মেয়ের উপস্থিতিতে মুক্তমঞ্চে বর্ষবরণ অনুষ্টানে বাংলা রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন অত্রিজা চক্রবর্ত্তী, বাংলা লোকগীতি পরিবেশন করেন নিবেদিতা শর্ম্মামজুমদার, বাংলা ফক ড্যান্সে ছিলেন সুজতা দাস, আসমীয়া নৃত্য পরিবেশন করেন সুস্মীতা দত্ত, ভোজপুরি নৃত্য করেন অঞ্জলি তেলি, সুমীত্রা সাও।
আরও একটি লোকগীতি পরিবেশন করেন অষ্টমী দাস, নিরুপম চক্রবর্ত্তী।
অনুষ্টান শেষের পথে ধামাই নৃত্য করা হয়।
সবুজ সংঘ কমিউনিটি সেণ্টারের সদস্য-সদস্যা সহ এলাকার বিশিষ্ট জনকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবার জীবনের শুভ কামনা করেন সভাপতি অসিম দেবলস্কর।
এদিনের গোটা বর্ষবরণ অনুষ্টানটি পরিচালনা করেন দিপু মালাকার, মনিশংকর চৌধুরী, গোপাল ধর চৌধুরী ও শ্যাম সাউ।